স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের ১০০% উপস্থিতি বা হাজিরা নিশ্চিত করতে এবং অনিয়ম ঠেকাতে বসানো হচ্ছে ডিজিটাল হাজিরা মেশিন। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং এই লক্ষকে আরও বেগবান করতে Realtime ব্র্যান্ড নিয়ে এসেছে RS20 মডেলের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস।
জি পি আর এস
#এই Realtime RS20 ডিভাইসটি তে জিপিআরএস সংযোগ দিতে পারবেন যার ফলে ওয়াইফাই না থাকলেও সমস্যা নেই। যে কোন সিম কার্ডের মাধ্যমে সংযোগ দিয়ে কেন্দ্রীয় ভাবে মনিটরিং করতে পারবেন।
ওয়াই ফাই
# ওয়াইফাই এর মাধ্যমে এই ডিভাইস টি খুব দ্রুত সংযোগ দেওয়া যায়।
ব্যাটারি ব্যাকআপ
#ডিভাইসটিতে বিদ্যুৎ না থাকলেও ৩ থেকে ৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে। যার ফলে লোডশেডিংয়েও সমস্যা হবে না।
ফিঙ্গারপ্রিন্ট
#ডিজিটাল হাজিরার জন্য এই ডিভাইসটি খুবই কার্যকর। এই ডিভাইসটির মাধ্যমে খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হাজিরা নেওয়া যায়।
পাসওয়ার্ড
#এই ডিজিটাল হাজিরা ডিভাইসটি দিয়ে পাসওয়ার্ড এর মাধ্যমেও হাজিরা নেওয়া যায়
আইডি কার্ড
#স্কুলের ছাত্র ছাত্রীদের ও শিক্ষকদের আইডি কার্ড থাকলে কার্ডের মাধ্যমেও হাজিরা দেওয়া যাবে।
ইউজার ক্যাপাসিটি
#এই ডিভাইস টি দিয়ে ৩০০০ জন ইউজার ফিঙ্গারপ্রিন্ট, কার্ড এবং পাসওয়ার্ড ব্যাবহার করতে পারবে।
লগ ক্যাপাসিটি
#এই Realtime RS20 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটিতে লগ ক্যাপাসিটি ২,০০০০০। যার ফলে ডিভাইসটি সফটওয়্যারের সাথে বিচ্ছিন্ন থাকলেও ডিভাইস এর নিজস্ব মেমোরি তে ডাটা গুলো জমা থাকবে।